১৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, দুপুর ২:৫৪
নোটিশ :
Wellcome to our website...

চাঁদপুর রক্ষা বাঁধ ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু

রিপোর্টার
রবিবার, ১৯ মার্চ ২০২৩, ০২:৫৪ অপরাহ্ন

চাঁদপুর শহরের টিলাবাড়ি এলাকায় শহর রক্ষা বাঁধে সিসি ব্লক ধসে পড়া স্থানে জিও ব্যাগ ফেলা শুরু করেছে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড।

সোমবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ৬ শতাধিক জিও ব্যাগ ফেলা হয় ভাঙনকবলিত স্থানে।

মেঘনা নদীতে সিসি ব্লক ধসে পড়ায় এলাকার হাজারো পরিবারের মাঝে এখনো আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বশির ও ইকরাম বলেন, রোববার হঠাৎ করে ব্লক দেবে যাচ্ছে বলে মানুষ ছুটাছুটি শুরু করে। প্রায় ৫৫মিটার এলাকার সিসি ব্লক নদীতে বিলীন হয়ে যায়। সিসি ব্লক ধসে পড়ায় বড় ধরনের ফাটল দেখা দেয়। যে পরিমাণ জিও ব্যাগ ফেলা হচ্ছে, তাতে করে বাঁধ রক্ষা সম্ভব নয়। এখানে স্থায়ী বাঁধ না দিলে যেকোনো সময় ভাঙন দেখা দিতে পারে। এই স্থানটি দেবে গেলে হাজারো পরিবারকে রাস্তায় থাকতে হবে।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী ফখরুল আমিন বলেন, ভাঙন কবলিত স্থানটিতে ধিরে ধিরে মিটার বাড়ছে। এখন পর্যন্ত ৫৫ মিটার ভাঙন স্থান চিহিৃত করা হয়েছে। এ ছাড়া এখানকার গভীরতা রয়েছে ২০ মিটার। আমার প্রতিদিন ৫০০-৭০০ জিও ব্যাগ ফেলার চেষ্টা করব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর