আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক ভবনের আবাসিক হলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘হার্ট অব আজিজুল হক কলেজ’ এর উদ্যোগে উক্ত কলেজের ৪৫ টি অসচ্ছল শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী ও কিছু নগদ অর্থ প্রদান করা হয়। এদের মধ্যে যেসব শিক্ষার্থীদের বাড়ি বগুড়া জেলার বাহিরে তাদেরকে মোবাইলে অনলাইনের সেবার মাধ্যমে টাকা প্রদান করা হয়। এই সংগঠনের লক্ষ্য হলো কলেজের শিক্ষার্থীদের আর্থিক সেবার পাশাপাশি মানব সেবা করা। ইতোমধ্যে এই সংগঠন বিশ্ববিদ্যালয়/মেডিকেলে চান্স প্রাপ্ত অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তার মাধ্যমে ভর্তি নিশ্চিত করেছে। এছাড়াও সংগঠনটি প্রতি বছর বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি বিষয়ক সেমিনার ও ইফতার পার্টির আয়োজন করে। সংগঠনের শিক্ষার্থী সমন্বয়ক রবিউল ইসলাম বলেন, আমাদের সংগঠনের কাজ হলো বিশ্ববিদ্যালয়/মেডিকেলে চান্স প্রাপ্ত অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও শিক্ষার্থী কল্যাণ নিশ্চিত করা। কিন্তু আজ জাতির দুর্দিনে আমাদের পরিবারগুলোকে যেনো দুর্ভোগ পোহাতে না হয়, তাই এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ। সংগঠনের উপদেষ্টা হিসেবে আছেন সৈয়দ ফখরুল মূলক (সহকারী অধ্যাপক, সর. আজিজুল হক কলেজ), আরিফুর রহমান ( প্রভাষক, সর. আজিজুল হক কলেজ) সংগঠন পরিচালনায় আছে মো. নাহিদুল ইসলাম (প্রকৌশল কর্মকর্তা) মো. আব্দুল আউয়াল ইসলাম (উপ বিভাগীয় প্রকৌশলী),মো. মাহবুবুর রহমান ( সিনিয়র অফিসার, সোনালী ব্যাংক) রুবাইয়েত সন্ধান ( বাকৃবি), রবিউল ইসলাম ( ঢাবি), আরাফাত হোসেন (ঢামেক)।