পবিপ্রবি প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
মেধাতালিকা থেকে ভর্তি হয়েছে ২৫৮ জন শিক্ষার্থী। এরপরও অপেক্ষমানদের জন্য ৩২৯ আসন ফাঁকা রয়েছে। যা মোট আসনের ৫৬ শতাংশ। আগামী ১৭ ডিসেম্বর থেকে অপেক্ষমান শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ১০ ডিসেম্বর মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি প্রক্রিয়া শুরু হয় এবং ১১ ডিসেম্বর শেষ হয়। ভর্তি শেষে ৫টি অনুষদের ৫৮৭ আসনের মধ্যে ৩২৯ আসন ফাঁকা রয়েছে। আলাদাভাবে কৃষি অনুষদের ২২৭টি আসনের ১১৪টি, মাৎস্যবিজ্ঞান অনুষদের ৭২টি আসনের ৪৩টি, এএনএসভিএম অনুষদের ডিভিএম এ ৭২টি আসনের ২৮টি ও পশুপালনে ৭২টি আসনের ৪১টি, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান অনুষদের ৭২ আসনের ৫২টি এবং দুর্যোগ ব্যাবস্থাপনা অনুষদের ৫১টি আসন ফাঁকা রয়েছে।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (pstu.ac bd.com) পাওয়া যাবে।