ফাইজুলহক নোমান, ডিআইইউ প্রতিনিধি।
করোনা ঝুঁকি এড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৭ই মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ইঙ্গিত দিয়েছেন।
এমতাবস্থায় দেশের শিক্ষা ব্যবস্থায় একরকম স্থবিরতা বিরাজ করছে। ইউজিসির নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইন পরীক্ষা কার্যক্রমও বন্ধ আছে।
এ সংকটকালে শিক্ষার্থীদের ক্ষতির কথা বিবেচনায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সকল বিভাগের অনলাইনে ক্লাস চালু আছে।
শিক্ষক শিক্ষার্থী সবাই রুটিন অনুযায়ী যুক্ত হচ্ছেন এ ভার্চুয়াল ক্লাসে। এ বিষয়ে কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায় তারা অনলাইনে ক্লাসের বিষয়ে খুবই আগ্রহী। সেশনজট এড়াতে ও পড়াশোনার সাথে নিজেকে যুক্ত থাকতে এ বিকল্প উপায়টিকে তারা উপযুক্ত পদক্ষেপই মনে করছে।
আবার কারো কারো মতে এ লকডাউন পরিস্থিতিতে অনলাইন ক্লাস তাদেরকে কিছু ব্যস্ত সময় কাটানোর সুযোগ করে দিয়েছে।