!!পরিণতি !!
আনন্দ ও সৃষ্টি
সে-কি এক!
কিংবা ধ্বংস ও দুঃখ?
সব বিনাশে কি
দুঃখ আসে?
হয়তো না।
হয়তো কিছু শেষ …
নতুন কোন ভালোর সূচনা,
হতে পারে কিছু হঠাৎ পাওয়া
বড় কোন ধ্বংসের আভাস!
সব সৃষ্টিতে যেমন আনন্দ নেই,
সব প্রলয়ও দুঃখের নয়।
তবে তাই হোক —–
যাতে শুভ পরিণয়—
সৃষ্টি কিংবা প্রলয়।।।
!! লক্ষ্য!!
আমি বন্দিনী …
শত বাঁধা শৃঙ্খলেও আমি
মুক্তিকামিনী।
আমি অবরোধবাসিনী—-
তবু শিকল- শাসন – বারণ
বিজয়িনী।
আমি মুক্তি পিপাসু রমণী…
স্বীয়সত্তা মুক্তিভিলাসি
আমি শৃঙ্খলে বাঁধি বারবার,
শতবার ফিরে আসি।
আমি লক্ষ্যজয়িনী চাতকী,
বদ্ধ খাঁচায় নিক্ষিপ্তা,
নইকো লক্ষ্যভ্রষ্টা,
আমি মুক্তি প্রতীক্ষিতা।
!! সময়!!
সময় বহমান,
চলেছে অনন্তের পথে।
চলেছে নির্ভীক ভাবনাহীন
অচেনা গন্তব্যের দিকে।
কখনো সময় থমকে যায়
উদয়াস্তের প্রবঞ্চনায়।
কখনো সরল কখনো বন্ধুর
সে পথের গতি…
পশ্চাতের মায়া, ছলনা, ক্লান্তি কিংবা পিছুটান
সময়ের পথে হয়না কভু ইতি।
সময় শুধু সময়ের প্রয়োজনে
চলেছে ধেয়ে সময়ের অভিমুখে।
নেইকো সময় ফিরে তাকাবার
যাত্রা তাহার কেবলই সম্মুখে।