২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৯:৪৩
শিরোনাম :
শিরোনাম :
।। ড. মিল্টন বিশ্বাসের জীবন ও কর্মকথার রূপরেখা ।। সলিমুল্লাহ খানের ‘‘ঠাকুরের মাৎস্যন্যায়: ভাষা-শিক্ষায় সাম্প্রদায়িকতা’’ ।। জগন্নাথে ফেঁসে যাচ্ছে ‘সিসিডিবি’ এনজিও ।। ।।নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার দ্বিতীয় দিন।। নিউইয়র্কে ৩৪তম আন্তর্জাতিক বাংলা বইমেলার বর্ণাঢ্য উদ্বোধন ।। নিউইয়র্ক মুক্তধারা বইমেলা : বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা ।। ড. নূরুন নবীর পদত্যাগ এবং মুক্তধারা ফাউন্ডেশনের নীতিগত অবস্থান বিশ্বসভায় বাংলাদেশ ও বাঙালির জয়গান ইসিটি : ধর্মীয় ঐক্য, সামাজিক উন্নয়ন ও গবেষণার এক অনন্য যাত্রা ।। ইসিটি’তে ‘‘পবিত্র বাইবেল ও আইনের দৃষ্টিতে নির্যাতিতদের করণীয়’’ শীর্ষক আলোচনা সভা ।। ।। অনন্য উচ্চতায় বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ২০২৫ ।। বর্ণিল সাজে সেজে উঠেছে ডাইভার্সিটি প্লাজা
নোটিশ :
Wellcome to our website...

মিজানুরের পিএইচ.ডি ও দুইজনের এম.ফিল ডিগ্রি অর্জন

রিপোর্টার
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন

অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসের তত্ত্বাবধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রথম পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন মো. মিজানুর রহমান মোল্লা। গত বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৮১তম সিন্ডিকেট সভায় তাঁর পিএইচ.ডি ডিগ্রি অনুমোদিত হয়। ড. মো. মিজানুর রহমান মোল্লার গবেষণা কর্মের শিরোনাম ছিল “কাজী মোতাহার হোসেনের সমাজ সংস্কৃতি ও জীবন ভাবনা।” তিনি ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর আইডি নং ছিল ডি-১৪০১০১০০১। এর মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচ.ডি ডিগ্রি প্রদানের শুভসূচনা হলো। একই সিন্ডিকেট সভায় অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস অধ্যাপক হিসেবে দ্বিতীয় গ্রেডে উন্নীত হয়েছেন। এছাড়াও ওই সিন্ডিকেট সভায় অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসের তত্ত্বাবধানে বাংলা বিভাগ থেকে এনামুল হক ও বলাই চন্দ্র দত্তের এম.ফিল ডিগ্রি অনুমোদিত হয়। গবেষক বলাই চন্দ্র দত্তের এম.ফিল অভিসন্দর্ভ ছিল  “রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পে ট্রাজেডি ও ঔপনিবেশিক বাস্তবতা” এবং এনামুল হকের এম.ফিল অভিসন্দর্ভ ছিল “বুদ্ধবেদ বসু ও সৈয়দ শামসুল হকের কাব্যনাট্যের তুলনামূলক আলোচনা।”  ড. মোঃ মিজানুর রহমান মোল্লা এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেন। ড. মোঃ মিজানুর রহমান মোল্লা বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কুষ্টিয়া জেলার কুমারখালীর বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজে কর্মরত রয়েছেন। তিনি কুমারখালী থানার মৃত্তিকাপাড়া গ্রামের মাহতাব উদ্দিন মোল্লার এবং আকলিমা খাতুনের ছেলে।
এনামুল হক বর্তমানে ঢাকায় হামদর্দ পাবলিক কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন৷ তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার বরাটিয়া গ্রামের মো. শামসুল হক এবং হাবীবা আক্তারের কনিষ্ঠ পুত্র। বলাই চন্দ্র দত্ত বর্তমানে কে এল জুবিলী স্কুল ও কলেজে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।  তিনি নড়াইল জেলার নড়াগাতি থানার নলামারা গ্রামের মৃত কালশশী দত্ত ও কৌশল্যা দত্তের পুত্র। 


এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর