৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, রাত ২:১৪
শিরোনাম :
শিরোনাম :
ইসিটি’র উদ্যোগে মিরপুরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প ১৬ আগস্ট সলিমুল্লাহ খানের সাহিত্য বিচারে নজরুল ও বেনিয়ামিন ।। ড. মিল্টন বিশ্বাসের জীবন ও কর্মকথার রূপরেখা ।। সলিমুল্লাহ খানের ‘‘ঠাকুরের মাৎস্যন্যায়: ভাষা-শিক্ষায় সাম্প্রদায়িকতা’’ ।। জগন্নাথে ফেঁসে যাচ্ছে ‘সিসিডিবি’ এনজিও ।। ।।নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার দ্বিতীয় দিন।। নিউইয়র্কে ৩৪তম আন্তর্জাতিক বাংলা বইমেলার বর্ণাঢ্য উদ্বোধন ।। নিউইয়র্ক মুক্তধারা বইমেলা : বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা ।। ড. নূরুন নবীর পদত্যাগ এবং মুক্তধারা ফাউন্ডেশনের নীতিগত অবস্থান বিশ্বসভায় বাংলাদেশ ও বাঙালির জয়গান ইসিটি : ধর্মীয় ঐক্য, সামাজিক উন্নয়ন ও গবেষণার এক অনন্য যাত্রা
নোটিশ :
Wellcome to our website...

ত্রিকোণ

রিপোর্টার
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন

সুইটি বণিক  ।।

শরৎ নীলে-

তুমি হইও মাঝি

নীলাম্বর, আমি হব জলের ঢেউ,

ফ্রয়েডি চিন্তায় হারিয়ে যাব,

জানবে না কেউ!

মনের অন্তর দ্বন্দ্ব দ্বন্দ্বিত ছিলাম

বছর বার,

মাঝি বসন্ত আর আসবে না,

এ জীবনে হায়!

মহিম – অচলা – সুরেশ, এর

ত্রিকোণমিতি, ধ্বংস প্রেমে ;

শরৎচন্দ্রের

“গৃহদাহ ” হল।

কবি গুরুর

“নষ্ট নীড়” হল  চারুলতা!

বঙ্কিম বাবুর

কপালকুণ্ডলা!

ওরা কেবলি আপন আপন ঘরে

গোপনে অন্তর দ্বন্দ্বে বাধা।

সমাজকে কেউ উপেক্ষা করতে

পারেনি মাঝি

ব্রাহ্ম কিংবা নিচু জাতে!

সমাজ নামের নোংরা চিন্তার

মানুষগুলোর দুষিত আবরণে,

বসন্ত চলে যায়,বারং বার, মাঝি!

সুস্থ চিন্তা -চৈতন্য

থেকে, অনেক দূর কিছু মূঢ়,

মস্তিস্ক বিকৃত মানুষ রূপি পেঙ্গুইন

পাখির মত ওরা কোর্ট পরা ভদ্র লোক।

মাঝি তুমি ও আমি

চল মানুষ হই,

মাইন্ড সেন্স,কিংবা মাইন্ড ভেলি

প্রয়োগ করে নয়।

বাস্তবতার কঠিন যুদ্ধে

কিছু অপ্রিয় সত্য তুলে ধরি,

হাস্যকর সমাজপতিদের,

মিথ্যা সাম্যবাদে

নিয়ে আসি, ফ্রয়েড,

এঙ্গেলস, লেলিনকে!

আর ভাংচুর করি, কিছু

মিথ্যা সংস্কারকে, যেখানে

মনের দূরত্ব কঠিনতর,

সেখানে মায়া; মমতা; করুণা

মোহজাল মাত্র!

স্বদেশী আন্দোলনের মত,

মিথ্যার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি,

যারা বিপদে পায়ে পড়ে গোপনে,

সেরে গেলে শৈবালের মত চিৎকার করে,

উচ্চস্বরে।

মাঝি, এসো শরৎ নীলে ভাসি,

দেবীর অপেক্ষায়।

অকাল বোধনে,

বিনাশ হোক যত মানুষ রূপী

অসুরকুল!

আমি আর তুমি ক্ষত্রিয়

যুদ্ধই আমাদের ধর্ম মাঝি।


এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর