দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি)।
ভর্তি কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। প্রথমদিন ছয়টি অনুষদে ১ হাজার ২০৫ জন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শেষ করা হবে। এই ৬টি অনুষদ হলো- বিজ্ঞান, কৃষি, মাৎস্যবিজ্ঞান, ডিভিএম, ইঞ্জিনিয়ারিং ও সিএসই অনুষদ।
ভর্তি হতে যা যা লাগবে:
ভর্তিচ্ছু নির্বাচিত শিক্ষার্থীদের অবশ্যই মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার মূল সার্টিফিকেট ও মার্কশীট এবং সর্বশেষ অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্রের মূলকপি জমা দিতে হবে। এছাড়া পাসপোর্ট সাইজের সত্যায়িত ৮ কপি ছবি ও স্ট্যাম্প সাইজের ২ কপি ছবি (ছবি অবশ্যই ল্যাবপ্রিন্ট হতে হবে) সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে। শিক্ষার্থীদের ভর্তির জন্য এককালীন ভর্তি ফি, সেমিস্টার-১ এর সাধারণ ফি, অনুষদীয় ফি, ছাত্র কল্যাণ ফি, হল এটাচমেন্ট ফি ও স্বাস্থ্যবীমা ফি বাবদ সর্বমোট ১৫ হাজার ৮৭৫ টাকা নগদ বা রকেট কিংবা সরাসরি রুপালী ব্যাংকে জমা দিতে হবে।