গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ফাঁসিতলা ক্লাব ও পাঠাগারের নবগঠিত কার্যনির্বাহী কমিটি গাইবান্ধা -৪ আসনের(গোবিন্দগঞ্জ ) সাংসদ মোঃ মনোয়ার হোসেন চৌধুরী শুভেচ্ছা বিনিময় করেন ।
শনিবার(২২ জুলাই) সংসদ সদস্যের নিজ বাসায় ফাঁসিতলা ক্লাব ও পাঠাগারের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় গোবিন্দগঞ্জ আসনের সাংসদ মোঃ মনোয়ার হোসেন চৌধুরী ফাঁসিতলা ক্লাব ও পাঠাগারের সার্বিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে ক্লাবের উন্নয়নে এবং ক্লাবের কার্যক্রমকে গতিশীল করতে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম নাননু, সাধারণ সম্পাদক, মো.আহসান হাবিব,সহ-সভাপতি মোঃ আজমল হোসেন মণ্ডল,মোঃ ময়নুল ইসলাম বাদল, কোষাধ্যক্ষ, মোঃ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক, মোঃ আবু তাহের, প্রচার সম্পাদক, মোঃ শাহিকুল ইসলাম সাগর,দপ্তর সম্পাদক, আঃ রাজ্জাক,সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ রাকিবুল হাসান রাকিব, নির্বাহী সদস্য, মোঃ ফাহাদ সরকারসহ অন্যান্য।