৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, রাত ৯:১৮
নোটিশ :
Wellcome to our website...

জাবি ছাত্রলীগের সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক লিটন

রিপোর্টার
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

আকতারুজ্জামান সোহেলকে সভাপতি এবং হাবিবুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সোহেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের ৪২ ব্যাচ এবং লিটন দর্শন বিভাগের ৪৩ ব্যাচের শিক্ষার্থী।

২০১৬ সালের ২৮ ডিসেম্বর জুয়েল রানাকে সভাপতি ও এস এম আবু সুফিয়ান চঞ্চলকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য কমিটি গঠন করা হয়। ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের প্রকল্পে কমিশন গ্রহণের গুঞ্জন উঠলে চঞ্চলকে আর ক্যাম্পাসে দেখা যায়নি। এ ছাড়া সাংগঠনিক নানা অনিয়মের অভিযোগে সোহেল রানাকে বিভিন্ন হল ইউনিট কর্তৃক অবাঞ্চিত ঘোষণা করা হয়। এরপর থেকে তাকেও আর ক্যাম্পাসে দেখা যায়নি।

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর জাবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।


এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর