মানুষ তো ফেলনা নয়
মানুষ তো খেলনা নয়।
বাঁচবো মরবো যুদ্ধ করবো
এটাই তো তার পরিচয়।
পাকিস্তানের দুস্যাশনে বাংলার মানুষ
যখন হয়েছিল দিশেহারা।
ইটের জবাব পাথর দিয়ে দিবে
যারা নিঃস্ব যারা হয়েছো সর্বহারা।
বাংলার কৃষকের ঘর শূন্য করে পাকিস্তানির গোলা ভরে।
এত বড় জুলুম বাংলার মানুষ সইবে কেমন করে।
কৃষক শ্রমিক মজলুমদের সাথে
মিশে ছিলেন যিনি, তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিব আমরা তাকে চিনি।
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
৭ই মার্চের ভাষণে বলেছিলেন যিনি,
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম রেসকোর্স ময়দান উত্তাল করেছিলেন তিনি ।
জেল জুলুম জরিমানা দিয়ে বাংলার মানুষকে
দাবিয়ে রাখতে পারবে না।
বাংলার মানুষ বুঝে নিবে তাদের নিজ ভূ-খন্ডের সীমানা।
বাংলার দামাল ছেলেরা ধরেছে বাজি
বাংলাকে স্বাধীন করবেই ।
সোনার বাংলায় সোনার মানুষ শেখ মুজিব ফিরে আসবেই।
কবি: এস এম শরিফুল হক