৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, রাত ৩:১০
নোটিশ :
Wellcome to our website...

প্রকৃতির প্রেম-শেষ পর্ব

রিপোর্টার
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন

সুইটি বনিক
দিন শেষে কেউ কারো না
তবে হ্যা,
অন্তরে কেউ না কেউ বসত করে ঠিকি!
একটি নিষ্পাপ শিশুর জন্ম, পৃথিবীটা খুব সুন্দর
তার চে সুন্দর ভালবাসার পূর্ণ ফল!
একটা শিশুর জন্ম দেয়া মানে, একটা আকাশ আবিষ্কার করা! মনে কোনে কোথাও একটা গর্ভ, একটা অহংকার
কাওকে বোঝানোর উপায় নেই!
এত কঠিন আনন্দ শিশুর জন্মদানে!  পৃথিবীটা এত ভালবাসা ময় সব মহোদয় এর জন্য!!
 তুমি নীল আকাশ হও আমার পরাণে
হে মোর দেবতা,
আমি বাসি ফুল, নিলে তুমি তুলে
এ নিখিল কুঞ্জ মাঝে,
হিয়ায় হিয়ায় পুষ্প বিজন ঘন
মোর মন মন্দিরে, এ অর্ঘ আজি
তোমায় করি সমর্পণ,
তুমি জীবন বন্ধু, এ হৃদিমাঝে!
মহোদয়,
আমাকে নতুন জীবন দিলেন, তার ঘরে!
তার প্রথমা আমাকে নিজ থেকে বরণ করে ঘরে নিলে,
আমি অশ্রুসিক্ত!  আমি আজ সত্যি ঋণি,
বিধাতার আশীর্বাদে!
ছেলের নাম রাখলেন ” মোহন”, খুব অদ্ভুত যে নামটা মহোদয় এর নয়, তার প্রথমার!  সকলে এ নামে খুশি, কিন্তু আমার চে বেশী খুশি কেউ নয়!
আমার মহোদয় আমার কোল থেকে মোহন কে তার কোলে দিলন, সে অনেক খুশিতে কেঁদে ফেললেন!
আমি পেলাম আমার ভাল বাসার সম্মান, ওরা পেল সম্পদ!
মহোদয় যেন সকলকে খুশিতে ভরে দিলেন!
যে চাঁদের সম্মোহনে
আমার মোহন তার আলো ফিরে পেল
আমি সেই চাঁদকে হৃদয় নিংড়ানো ভালবাসা উজার করে দিলাম! হে আমার পৃথিবী, আর সময় চাইনা তোমার কাছে এবার – এজীবন সংক্ষিপ্ত করো প্রভু!
দিন শেষে আমি তোমারি!
কেউ শুন্য করে ফেলে যায় ধুলার মাঝে,
কেউ পূর্ণ করে ঋণি করে, যার ঋণ মৃত্যু দিয়ে ও শোধ করা যায় না!
কিছু কাল পর শোনা যায়
পলাশের পরকলের যাত্রার কথা!!
মহোদয় পাগলের প্রায়, ঘরছাড়া,
প্রথমার কোলে সম্মোহনী ” মোহন ” পরম যত্নে বেড়ে উঠে!!
      —— অসমাপ্ত —–


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর