মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
নোটিশ :
Wellcome to our website...

পাবনা জেলা ছাত্র কল্যাণ পরিষদ জবি’র নতুন কমিটির পরিচিতি সভা ও মিলন মেলা

রিপোর্টার
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

পাবনা জেলা ছাত্র কল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় -এর নতুন কমিটির পরিচিতি সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়ে গেলো। ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় পুরনো ঢাকার স্টার কাবাব (জনসন রোড) এ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ গালিবুর রহমান শরীফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও সাহিত্য সমালোচক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস এবং অধ্যাপক আমিনুল ইসলাম ও সহকারী অধ্যাপক খালেদ সাইফুল্লাহ। অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যসহ পাবনা জেলা থেকে আগত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিগণ ছাত্রছাত্রীদের সৎ ও আদর্শ মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। এছাড়া অনুষ্ঠানের শুরুতেই পূর্বের কমিটির সভাপতি আসাদুল্লাহ আসাদ এবং সাধারণ সম্পাদক এনামুল হক সৈকতকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাবনা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আমিরুল ইসলাম পরশ এবং সূচনা বক্তৃতা রাখেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপন।


এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর