৪ঠা সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ৮:১৪
নোটিশ :
Wellcome to our website...

ড. মিল্টন বিশ্বাসের জন্মদিন আজ

রিপোর্টার
বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন

বিশিষ্ট প্রাবন্ধিক, কবি, কলামিস্ট, সাহিত্য-সমালোচক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসের আজ জন্মদিন। তিনি ১৯৭১ সালের ৮ ফেব্রুয়ারি পাবনা শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সঞ্জয় বিশ্বাস, মাতা মুক্তি বিশ্বাস।

মৌলিক ও সম্পাদিত সব মিলে মিল্টন বিশ্বাসের গ্রন্থের সংখ্যা ২৫ টি, গবেষণা প্রবন্ধ ৩০ টি, কলাম ও সাহিত্য-প্রবন্ধ ২ হাজারের ওপর। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের নাম- সাব-অল্টার্ন তত্ত্ব : উদ্ভব, বিকাশ ও প্রভাব (২০২১), শেখ হাসিনা : আশ্রয়হীন মানুষের ঠিকানা (২০২১), শেখ হাসিনা : নেতা ও রাষ্টচিন্তক (২০১৫), শিল্প-সাহিত্যে বঙ্গবন্ধু (২০১৭), তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পে নিম্নবর্গের মানুষ (২০০৯), উপন্যাসে বঙ্গবন্ধু (২০২০), বিশ্বজুড়ে শেখ হাসিনা (২০২০), কারাগারে বঙ্গবন্ধুর ৪৬৮২ দিন (২০২০) প্রভৃতি।

তিনি আহ্বায়ক, জয় বাংলা শিক্ষক সমাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; সেক্রেটারি, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম; চেয়ারম্যান, শ্যালোম ফাউন্ডেশন; সাধারণ সম্পাদক, দিশারি ফাউন্ডেশন; সেক্রেটারি, ইক্যুমেনিক্যাল খ্রিষ্টান ট্রাস্ট(ইসিটি)। তিনি বাংলা একাডেমির জীবন-সদস্য। তাঁর তত্ত্বাবধানে ৩ জন পিএইচডি এবং দুজন এমফিল গবেষক ডিগ্রি লাভ করেছেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ে মিল্টন বিশ্বাসের অধ্যাপনার অভিজ্ঞতা ২১ বছরের বেশি। সেমিনার-সিম্পোজিয়ামে যোগ দেওয়ার জন্য তিনি ইউরোপ-আমেরিকাসহ বেশ কয়েকটি দেশ ভ্রমণ করেছেন।মিল্টন বিশ্বাস নিম্নোক্ত ওয়েবসাইটের সঙ্গে সম্পৃক্ত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর