৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, দুপুর ২:৫৩
নোটিশ :
Wellcome to our website...

জগন্নাথে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টার
বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে নবগঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে কেক কেটে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের নেতৃত্বে অনুষ্ঠানে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কেক কেটে একে অপরকে খাইয়ে দেন শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

নবগঠিত কমিটির সহসভাপতি মহিউদ্দিন অনি ও যুগ্ম-সাধারণ সম্পাদক অঞ্জন চৌধুরী পিংকু, ঋত্বিক রায় বাহাদুর, ইনজামামুল ইসলাম নিলয়, মুন্নি আক্তার এবংফৌজিয়া জাফরিন প্রিয়ন্তী এবং সাংগঠনিক সম্পাদক আবদুল রায়হান, হাসিবুল হাসান হৃদয়, জিনিয়া আফরিন, সৈয়দ হাফসা ফারিতা ঊর্মি, মফিজুর রহমান হামিম এবং শেখ রাসেল সহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, ‘দেশকে স্বাধীন করার জন্য যে সংগঠন বেশি রক্ত দিয়েছে তা হল বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের প্রায় ১৭ হাজার নেতাকর্মী যুদ্ধের সময় রক্ত দিয়েছেন। দেশের সাধারণ মানুষের যেকোনো অধিকার আদায়ে পাশে ছিল ছাত্রলীগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবির জন্য আগের মতো ভবিষ্যতেও লড়ে যাবে।’

সাধারণ সম্পাদক আকতার হোসাইন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে সকালে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশক্রমে ধানমণ্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করি এবং বিশ্ববিদ্যালয়ে এসে সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।’

সাধারণ সম্পাদক আরও বলেন, ‘সব সময় দেশের সার্বভৌমত্ব, মানবিক কাজের জন্য যে সংগঠন কাজ করে যাচ্ছে সে সংগঠনের আজ প্রতিষ্ঠাবার্ষিকী। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ছাত্রলীগ সবসময় কাজ করেছে, কাজ করে যাবে।’

এর আগে সকাল ৮টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটির নেতারা সহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর