৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, বিকাল ৪:৩৪
নোটিশ :
Wellcome to our website...

মানুষ হতে চেয়েছি!

রিপোর্টার
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

সুইটি বনিক

সমাজে সংসারে
শুধু মানুষ হয়ে উঠতে চেয়ে ছিলাম!
হতে পারলাম না,
মেয়ে মানুষ হয়ে পরে রইলাম,
ঘাটে ঘাটে কচুরীপানার মত!
ঐ ঈশ্বর আর কত টা আঘাত
সহিলে মানুষ হতে পারব বলতো!

আর কত টা পথ হাটলে,
মনুষ হয়ে উঠতে পারব?
ওহে সারথি আমার মানুষ হতে
আর কত পথ বাকি?

মানুষ হয়েইতো জন্মালাম,
তবে শুধু মেয়ে হলাম কেমন করে?
মানুষের দৃষ্টিভঙ্গীটা কেন
মনুষ্যত্বের হয় না!

মানুষ হয়ে সমাজে,
সংসারে বাচঁতে চাই!
কোন লোভের, করুনার, দৃষ্টিতে নয়,
আগে মানুষ আমি পরে নারী,
অন্তর্যামী শুদ্ধ পথের সন্ধান দাও
যেন মানুষ হয়ে বাচঁতে পারি


এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর