মোঃ আবদুস সালাম।।
বঙ্গভাষা, শ্রেষ্ঠ আজ বিশ্বমাঝে
অমৃত বোল সুর লহরী,
ছন্দ তালে চিত্তমাঝে নিত্যবাজে
ভাবের দোলা মন মাধুরী।
বঙ্গভাষা, লক্ষ প্রাণের বলিদানে
গর্বিত এক স্বর্গসুধা,
বক্ষে গাঁথা সুরের তানে মধুর গানে
মেটায় প্রাণের তৃষ্ণা ক্ষুধা।
বঙ্গভাষা, অমৃত স্বাদ প্রাণের রসদ
অবোধ মনের চেতনবারি,
স্বরেরধারা নিঃসৃত হৃদ ধ্বনি বিশদ
শ্রুতিমধুর মনোহারি।
বঙ্গভাষা, কাব্য গানে প্রাণে প্রাণে
সুখের পরশ প্রফুল্লতা,
ভাবাবেগের প্রলয় বানে নিত্য দানে
উষ্ণ প্রাণে সজীবতা।
বঙ্গভাষা, মাতৃ মনের ভ্রাতৃ-বোনের
স্নিগ্ধ প্রীতির ঝরনাধারা,
পিতৃ বুকে সুপ্ত প্রেমের দীপ্ত মনের
অমেয় প্রেম স্রোতধারা।