২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, দুপুর ১২:৪৪
নোটিশ :
Wellcome to our website...

ফুল-ফ্রী স্কলারশিপ নিয়ে পড়ুন চীনের উহান ইউনিভার্সিটিতে

রিপোর্টার
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন

চীনের হুবেই প্রদেশে অবস্থিত চীনের উহান নগরী। বছর কয়েক আগেও আমাদের কাছে শহরটি খুব একটা পরিচিতি ছিলনা। কিন্তু করোনাভাইরাস এসে উহান নগরীকে বেশ পরিচিত করিয়েছে। তার কারণ চীনের উহান নগরী ছিল করোনাভাইরাস মহামারির গ্রাউন্ড জিরো। এখান থেকেই বিশ্বে করোনা মহামারী ছড়িয়ে পড়ে। তবে সবার আগে উহান নগরীই করোনামুক্ত হয়ছিলো তাদের উন্নত শিক্ষাব্যবস্থার কারণে। সেই উহান শহরে বিনা খরচে পড়ার সুযোগ পেলে কেমন হয়?

স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে চীনের উহান ইউনিভার্সিটি অব টেকনোলজি। বাংলাদেশসহ মোট ৬৪টি দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ মার্চ।

চাইনিজ গভমেন্ট স্কলারশিপ ও বেল্ট এন্ড রোড প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডি করতে কোনো খরচ লাগবে না। টিউশন ফি মওকুফ, মাসিক উপবৃত্তি, স্বাস্থ্যবীমা, আবাসন সুবিধা ও ভ্রমণ ভাতা সহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

স্নাতকোত্তর কোর্সের মেয়াদ ৩ বছর এবং পিএইচডির মেয়াদ ৪ বছর। চাইনিজ অথবা ইংরেজি ভাষায় এসব কোর্স করা যাবে।

শিক্ষার্থীরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ভিহিকল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি, মাইনিং ইঞ্জিনিয়ারিং, মেকানিক্স ও ব্যবসা প্রশাসন নিয়ে অধ্যয়ন করতে পারবেন।

উহান ইউনিভার্সিটি অব টেকনোলজি চীনের হুবেই প্রদেশের উহান শহরে অবস্থিত একটি কারিগরী বিশ্ববিদ্যালয়। ১৯৪৮ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এটি চীনের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি।

সুযোগ-সুবিধাসমূহ:

* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।
* বিনামূল্যে আবাসনের ব্যাবস্থা।
* স্বাস্থ্যবীমা।
* স্নাতকোত্তরে প্রতি মাসে ৩ হাজার চাইনিজ ইউয়ান প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৪০ হাজার টাকা।
* পিএইচডিতে প্রতি মাসে ৩ হাজার ৫০০ চাইনিজ ইউয়ান প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৪৭ হাজার টাকা।
* ভ্রমণ ভাতা প্রদান করা হবে।

যোগ্যতার মানদণ্ড:

* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* পিএইচডির জন্য স্নাতকোত্তরে সংশ্লিষ্ট বিষয়ে ভালো ফলাফলধারী হতে হবে।
* স্নাতকোত্তরের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর এবং পিএইচডির জন্য ৪০ বছর।
* ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে।
* চাইনিজ ভাষায় পড়তে আগ্রহীদের চাইনিজ ভাষা দক্ষতা পরীক্ষা এইচএসকে টেস্ট এ ন্যূনতম লেভেল চার পেতে হবে।’
* ইংরেজি ভাষায় পড়তে আগ্রাহীদের আইইএলটিএস এ ন্যূনতম ৫.৫ পেতে হবে অথবা টোয়েফল এ ৮০ স্কোর তুলতে হবে।

প্রয়োজনীয় নথি:

* সিএসসি অনলাইন আবেদনপত্র (এজেন্সি নম্বর 10497)।
* উহান ইউনিভার্সিটি অব টেকনোলজির অনলাইন আবেদন।
* সর্বোচ্চ ডিগ্রি সার্টিফিকেট।
* সর্বোচ্চ একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* দুইটি রিকমেন্ডেশন লেটার।
* ভিসা পেইজ।
* ইংরেজি দক্ষতা সনদ।
* পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।

আবেদন প্রক্রিয়া:

আবেদনকারীরা চায়না স্কলারশিপ কাউন্সিলের অনলাইন পোর্টালে গিয়ে তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। অনলাইনেই আবেদন করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর