৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, রাত ৮:০২
নোটিশ :
Wellcome to our website...

এরা কারা?

ফাদার সুনীল রোজারিও
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

এরা কারা?
এদের কোন বোধ নেই!
এরা ঝগড়া বাঁধায়,
মানুষে মানুষে
বিভেদ সৃষ্টি করে,
এরা লোভ সামলাতে পারে না।
নিরীহ নিরুপায় মানুষকে ঠকায়
এদের কোন মানবিকতা নেই।
এরা দল বেঁধে
সন্ত্রাসবাদ ও
বিভেদ সৃষ্টি করে।
ভালো মানুষের ওপর
মিথ্যে অভিযোগ এবং
বদনাম করাই এদের কাজ।
বিনাশ আর ধ্বংস
এদের জীবনের লক্ষ্য।
এদের মন পরিবর্তন করা
খুবই কঠিন।
এরা সুযোগ খুঁজে বেড়ায়
কবে আবার ভালো মানুষের উপর
হামলা চালাবে!
এদের প্রধান লক্ষ্য
খাওয়া দাওয়া পরচর্চা আর
অশান্তি ছড়ানো চারিদিকে।


এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর