২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, সকাল ৬:৫২
নোটিশ :
Wellcome to our website...

মিল্টন বিশ্বাস

রিপোর্টার
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন

প্রাবন্ধিক, কবি, সাহিত্য-সমালোচক, কলামিস্ট ও অধ্যাপক।

জন্ম :  ৮ ফেব্রুয়ারি, পাবনা ব্যাপ্টিস্ট মিশন, বাংলাদেশ।

পিতা : সঞ্জয় বিশ্বাস, মাতা : মুক্তি বিশ্বাস।

শিক্ষা : বিএ (অনার্স) ও এম এ (বাংলা), ঢাকা বিশ্ববিদ্যালয়।

এম ফিল- ঢাকা বিশ্ববিদ্যালয়,  বিষয় : জীবনানন্দ দাশ ও বুদ্ধদেব বসুর কাব্যচিন্তা।

পিএইচ ডি- ঢাকা বিশ্ববিদ্যালয়, বিষয় : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পে নিম্নবর্গের মানুষ।

পেশা : অধ্যাপক, বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

দেশ ভ্রমণ : যুক্তরাষ্ট্রজার্মানিফ্রান্স, মিয়ানমারভারতথাইল্যান্ডসিঙ্গাপুরমালয়েশিয়া, ইন্দোনেশিয়া

সংগঠন : আহ্বায়ক, জয় বাংলা শিক্ষক সমাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সদস্যসচিব, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম। চেয়ারম্যান, শ্যালোম ফাউন্ডেশন।সাধারণ সম্পাদক, দিশারি ফাউন্ডেশন। সাধারণ সম্পাদক, ইসিটি। নির্বাহী কমিটির সদস্য, পিদিম ফাউন্ডেশন। কমিশন সদস্য, সিসিডিবি।

ওয়েবসাইট : http://www.writermiltonbiswas.com

প্রকাশনা : গ্রন্থ ১৭ টি। গবেষণা প্রবন্ধ : ২৫ টি ।কলাম : প্রায় ২ হাজার।

প্রকাশিত কয়েকটি গ্রন্থের নাম :

শওকত আলী ও সেলিনা হোসেনের উপন্যাস : প্রসঙ্গ রাজনীতি, ১৯৯৬

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পে নিম্নবর্গের মানুষ, ২০০৯

রবীন্দ্রনাথ ও ব্রিটিশরাজ, ২০১১

রবীন্দ্রনাথের কবিতা : শেষ দশকের পটভূমি, ২০১১

রবীন্দ্রনাথ : ‘নবজাতক’, ২০১১

শেখ হাসিনা : নেতা  রাষ্ট্রচিন্তক২০১৫

শিল্পসাহিত্যে বঙ্গবন্ধু২০১৭

উপন্যাসে বঙ্গবন্ধু, ২০২০

বিশ্বজুড়ে শেখ হাসিনা, ২০২০

সাব-অল্টার্ন তত্ত্ব : উদ্ভব, বিকাশ ও প্রভাব, ২০২১

সম্পাদনা :

জলসাঘর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ২০১৩

নির্বাচিত গল্প, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ২০১৩

নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটগল্প, ২০১৪

জাগরী, সতীনাথ ভাদুড়ী, ২০১৫

অরণ্য-বহ্নি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ২০১৫

হাঁসুলী বাঁকের উপকথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ২০১৬

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প, ২০২০

সম্পাদক : https://www.varsitynews24.net


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর