৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, বিকাল ৪:৪৬
নোটিশ :
Wellcome to our website...

।।নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার দ্বিতীয় দিন।।

রিপোর্টার
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন

২৫ মে শনিবার নিউইয়র্কের ঝড়ো আর বৈরি আবহাওয়ার মধ্য দিয়েও অত্যন্ত সফলভাবে শেষ হয়েছে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত ৩৪তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার দ্বিতীয় দিনের জমজমাট আসর। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ছিল মেলায় উপচে পড়া দর্শকদের ভীড়। আর দ্বিতীয় দিনের অনুষ্ঠানগুলো ছিল নজর কাড়ার মতো। চলুন দ্বিতীয় দিনের অনুষ্ঠানের দিকে একটু চোখ বুলিয়ে নিই।

শনিবারের অনুষ্ঠান শুরু হয় নিরুপমা রায়ের পরিচালনায় শিশু কিশোরদের অনুষ্ঠানমালা দিয়ে। অভিবাসী আলো হাওয়ায় বেড়ে উঠা এই বাঙালি আমেরিকান প্রজন্মদের পরিবেশনা দেখে সত্যি প্রাণ জুড়িয়ে যায়! এর পরপরই শুরু হয় মঈনউদ্দিন মুনশীর সঞ্চালনায় স্বরচিত কবিতার জমজমাট আসর। অনুষ্ঠিত হয় আদনান সৈয়দের সঞ্চালনায় নতুন বই নিয়ে আলোচনা। শুধুমাত্র অভিবাসী লেখকদের ২০২৫ সালে প্রকাশিত নতুন বইয়ের পরিচিতি নিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক সাদাত হোসাইন। সাদাত হোসাইন বলেন, ‘অভিাবাসী জীবনের অভিজ্ঞতা নিয়ে বাংলা ভাষায় বিভিন্ন বিষয়ে গ্রন্থ প্রকাশিত হতে দেখে আমি সত্যি অভিভূত! এখানে না এলে আমার এই অভিজ্ঞতাটি হতো না। তাঁদের এই শ্রম তখনই সার্থক হবে যদি আমরা তাঁদের বই পড়ি এবং এর যথাযথ মূল্যায়ন করি।’ ’দেশ বিদেশের তথ্য মাধ্যম কেন গুরুত্বপূর্ণ?’ এই নিয়ে খুব জরুরি এবং তথ্যবহুল একট্ অনুষ্ঠান হয়েছে। উপস্থাপনায় ছিলেন অধ্যাপক শামীম রেজা।

নিউইয়র্ক মুক্তধারা বইমেলা অনুষ্ঠানের বরাবরের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান মুক্তিযুদ্ধ। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ করেছেন ক্যাপ্টেন(অব:) সিতারা বেগম, বীর প্রতীক, ক্যাপ্টেন (অব.) ডা. আবিদুর রহমান এবং ফেরদৌস নাজমী। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন ডা. জিয়াউদ্দিন আহমেদ। আমেরিকায় বেড়ে উঠা নতুন প্রজন্মদের হাত দিয়ে তৈরি অপ্সরা বণিকের পরিবেশনায় সংগীতসুধা উপস্থিত দর্শকদের প্রাণ ছুঁয়ে দেয়। বর্তমান সময়ে পৃথিবীর নানা দেশে যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে এর প্রতিবাদেই ছিল এই পরিবেশনা। ছিল লেখক পাঠক মুখোমুখি অনুষ্ঠান। ‍উপস্থিত ছিলেন দুই প্রজন্মের দুই নন্দিত লেখক, প্রাবন্ধিক, গদ্য লেখক ড. আবদুন নূর এবং কথাসাহিত্যিক সাদাত হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুস্তাফিজ শফি।

এবার বইমেলাকে সাজানো হয়েছে বহির্বিশ্বে বাংলাকে গুরুত্ব দিয়ে। ‘বিশ্ব বলয়ে বাংলা’ এই অনুষ্ঠানটি সেদিক থেকে ছিল অনেক ইতবাচক এবং গুরুত্বপূর্ণ। আলোচনায় অংশ নেন আবু সাঈদ খান, অধ্যাপক ড. শামীম রেজা এবং মঈনউদ্দিন মুনশী। ‍উপস্থাপনা করেন অভীক সারোয়ার রহমান।

শনিবারের আরেকটি দর্শক নন্দিত অনুষ্ঠান ছিল সাংবাদিক রোকেয়া হায়দারের সঞ্চালনায় পক্ষ বিপক্ষ বিতর্ক ‘প্রবাস জীবন অসম্পূর্ণ’। অসাধারণ প্রাণবন্ত এই অনুষ্ঠানটি ছিল উপভোগ্য। কারণ এই প্রবাস জীবন একদিকে মধুর আবার বেদনারও। এই প্রবাস অনেক কিছু যেমন দেয় আবার অনেক কিছু কেড়েও কিন্তু নেয়। সঞ্চালক রোকয়া হায়দারের প্রাণবন্ত উপস্থাপনা, উপস্থিত অংশগ্রহণকারীদের অকাট্য যুক্তি এবং উপস্থিত দর্শকদের অনুষ্ঠানের সঙ্গে যুক্ততা সব মিলিয়ে এই অনুষ্ঠানটি হয়ে উঠেছিল দ্বিতীয় দিন বইমেলার অন্যতম প্রাণ!

জনপ্রিয় কন্ঠ শিল্পী ফাহমিদা নবীর গানের অনুষ্ঠান শুনতে শুনতে মুক্তধারা আন্তর্জাতিক বাংলা বইমেলার অনুষ্ঠান দ্বিতীয় দিনের পর্দা নামে।


এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর