৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৬:৩৯
নোটিশ :
Wellcome to our website...

স্বার্থপর এই দুনিয়া

রিপোর্টার
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন

সাথী হালদার।।

আজ যেন চারিদিকে স্বার্থপরের ভিড়

বিলাসবহুল জীবন যাপনে ব্যস্ততার তীর|||||||

স্বার্থের টানে ছুটছি সবাই

কেউতো ভাবে না কারো কথা তাই।।।।।।

হঠাৎ দেখা তোমার সাথে

এই স্বার্থপরের দুনিয়াতে

আমি তো ভেবেছিলাম সবাই স্বার্থপর

তুমি বদলে দিয়েছো দৃষ্টিভঙ্গি আমার

বাঁচবার নতুন স্বপ্ন দেখছি, তোমার কথাতে জাল যে বুনছি।

তুমি তো আমার কল্পনা নও

বাস্তবতার অনুপ্রেরণা যে।।।।

পাশে থাকবে কি আমার, বলবে কথা আমার সাথে

তুমি তো সেই আকাশেরই চাঁদ

আমিতো তার পাশে ছোট্টো তারাটা।।।

বিশাল আকাশের মধ্যে নিঃস্বার্থ মানুষটা

তুমি যে আমার অনুপ্রেরণা।।।


এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর