জবি করেসপন্ডেন্ট:
রাজধানীর উত্তরায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
রবিবার(২২ আগস্ট) রাতে রাজধানীর উত্তরার ৬নং সেক্টরের একটি কোচিং সেন্টার থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থী মোহাম্মদ মেসবাহ জগন্নাথ বিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
মেসবাহের সহপাঠীরা জানান, বেশকিছুদিন ধরেই সে বিষন্নতায় ভুগছিলো। কয়েকদিন ধরে সে মেয়েদের সহ্য করতে পারছিলো না। অনেকে মনে করছে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে সে।
উত্তরা পূর্ব থানার ওসি জহিরুল ইসলাম বলেন, আমরা জেনেছি করোনার আগে তিনভাই মিলে একটি কোচিং সেন্টার চালু করে, সেখানে তিনভাই একসাথে থাকতো। আমরা ধারণা করছি এটি আত্মহত্যা। ময়না তদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ময়না তন্তদের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা হবে বলে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, আমরা বিষয়টি জেনেছি। আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছি।