সংকর অনার্য
আমারে দিল না সুখ যে নারী,
তার যোনী সুখের গুদাম নয়।
সুখ দিলে সুখ হয়।
জানেনা এ পৃথিবীর অসংখ্য নর-নারী।
দেহ-জ্যোতিষ্কের আলো
বিবর্ণ হয়ে যাবে একদিন
নিষ্ঠুর বিবর্তনের নিয়মে!
দেহেও বিবর্তন আছে নাকি?
ঘাড় ফিরিয়ে দাঁড়াল সে নারী।
শৈশবের দূরন্তপনা কেউ ভুলি নি,
হস্তমৈথুনে ঘোলাটে হয়ে যায় প্রকট যৌবন,
আর দাঁড়ায় না, এমন কথা-
শোনে কোন নারী পুরুষের মুখে?
লজ্জায় লাল হয়ে চলে যায়
অস্তগামী সূর্যটির মত,
পশ্চাতে রয়ে যায় গোধূলীর ভূত
আর আঁতুড় যৌবন।