।। রোকশানা রহমান লাকী।।
মহামারী এখনো ম্লান করেনি
বাংলার আগুন ঝরা বসন্তকে।
পারেনি কণ্ঠ চেপে ধরতে কোকিলের।
দমাতে পারেনি এখনো বঙ্গনারীর
ইচ্ছেশক্তির চণ্ডীরূপকেও।
বসন্ত এসে গেছে
এই নিদারুণ করোনাকালে।
চিতোরের রাণী পদ্মাবতী
এসে বলে গেছে, তার মতো সাজতে
এই মহামারীর – ভরা বসন্তে।
তাই ফাগুনের আগুন সাজে-
ঝাঁপ দিলাম মহামারীকে
বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে।
কি করবো বলো?
বসন্ত যে এসে গেছে
এই নিদারুণ করোনাকালে!
(১৩-০২-২০২১)