২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, রাত ৮:০৫
শিরোনাম :
শিরোনাম :
ইসিটি’র উদ্যোগে মিরপুরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প ১৬ আগস্ট সলিমুল্লাহ খানের সাহিত্য বিচারে নজরুল ও বেনিয়ামিন ।। ড. মিল্টন বিশ্বাসের জীবন ও কর্মকথার রূপরেখা ।। সলিমুল্লাহ খানের ‘‘ঠাকুরের মাৎস্যন্যায়: ভাষা-শিক্ষায় সাম্প্রদায়িকতা’’ ।। জগন্নাথে ফেঁসে যাচ্ছে ‘সিসিডিবি’ এনজিও ।। ।।নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার দ্বিতীয় দিন।। নিউইয়র্কে ৩৪তম আন্তর্জাতিক বাংলা বইমেলার বর্ণাঢ্য উদ্বোধন ।। নিউইয়র্ক মুক্তধারা বইমেলা : বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা ।। ড. নূরুন নবীর পদত্যাগ এবং মুক্তধারা ফাউন্ডেশনের নীতিগত অবস্থান বিশ্বসভায় বাংলাদেশ ও বাঙালির জয়গান ইসিটি : ধর্মীয় ঐক্য, সামাজিক উন্নয়ন ও গবেষণার এক অনন্য যাত্রা
নোটিশ :
Wellcome to our website...

গুচ্ছের বিজ্ঞপ্তি প্রকাশ রোববার

বিশেষ প্রতিনিধি
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি আগামী রবিবার (১২ জুন) প্রকাশ করা হবে। যদিও আগামীকাল শুক্রবার অথবা শনিবার এই বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল। বৃহস্পতিবারের (৯ জুন) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

তিনি বলেন, আগামী রবিবার (১২ জুন) পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। একইসাথে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটেও বিজ্ঞপ্তিটি আপলোড করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের তিনদিন পর ১৫ জুন থেকে আবেদন শুরু হবে।

২০১৭ সালে এসএসসি পাসকৃতদের ভর্তি পরীক্ষায় সুযোগ দেওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, গত ৫ জুনের সভায় যারা ২০১৭ সালে এসএসসি পাস করেছে তাদের ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। আজকের সভায় সেটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতেও সেটি উল্লেখ করা হয়েছে।

এদিকে আগামী ১৫ জুন থেকে ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ২৫ জুন পর্যন্ত। চলতি শিক্ষাবর্ষের ভর্তি আবেদনে নির্দিষ্ট তারিখ শেষে আর অতিরিক্ত সময় বাড়ানো হবে না। আবেদন শেষে আগামী ৩০ জুলাই থেকে এসব বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে। ৩০ জুলাই ‘ক’ ইউনিট, ১৩ আগস্ট ‘খ’ ইউনিট এবং পরবর্তী শনিবার অর্থ্যাৎ ২০ আগস্ট ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে গতবারের চেয়ে এবারে ৩০০ টাকা বাড়িয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এবার ভর্তি পরীক্ষা ছাড়াও ভর্তি কার্যক্রমসহ সব কিছু কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে। শিক্ষার্থীরা শুধু একবারই টাকা দিতে হবে। পাশাপাশি ১শ’ নাম্বারের ভর্তি পরীক্ষায় ৩০ নাম্বারে পাস নাম্বার নির্ধারণ করা হয়েছে।


এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর