মোঃ আবদুস সালাম।।
একুশ আমার ভাইয়ের খুনে সবুজ বনে লালের আভা,
একুশ আমার মায়ের বুকে দুঃখ শোকে অগ্নিলাভা।
একুশ আমার আত্নকথা গর্বগাঁথা শক্তি চেতন,
একুশ আমার মাতৃভাষার কারাদশার মুক্তি সাধন।
একুশ আমার প্রাণের আশা বুকের ভাষা দীপ্ত কথন,
একুশ আমার চিত্ত মাঝে নিত্য বাজে বজ্র ভাষণ।
একুশ আমার ভাইয়ের শোকে বোনের চোখে অশ্রুধারা,
একুশ আমার বাবার প্রাণে ব্যথার বানে স্মৃতিহারা।
একুশ আমার নবাগত মুখরিত শিশুর হাসি,
একুশ আমার মধুর বুলি কথার কলি পূষ্পরাশি।
একুশ আমার নিত্য সদায় চিত্ত বীণায় ধ্বনিত সুর,
একুশ আমার শিরায় শিরায় রক্ত কণায় প্লাবন মধুর।
একুশ আমার সুর লহরী মন মাধুরী বঙ্গভাষা,
একুশ আমার বুকের ভেতর ব্যঞ্জনা স্বর লক্ষ আশা।
একুশ আমার শ্রমিক চাষার মাতৃভাষার মধুর বুলি,
একুশ আমার মা মা ডাকার পাই অধিকার পরাণ খুলি।
একুশ আমার বঙ্গমায়ের বিশ্ব জয়ের মন্ত্রণা বীণ।
একুশ আমার বিশ্বে সবার মাতৃভাষার স্বীকৃত দিন।
06/02/2019