১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, সকাল ৮:৩২
নোটিশ :
Wellcome to our website...

‘সিসিডিবি’র এডভিন বরুণ ব্যানার্জি কর্তৃক পবিত্র কোরান অবমাননা

রিপোর্টার
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন

নিজস্ব সংবাদদাতা
১৭/৫/২০২১ তারিখে গাজীপুরের প্রেসবেটিরিয়ান চার্চে (পিসিবি) খ্রিষ্টান যুব সমাজের একটি সেমিনারে সিসিডিবি’র কমিশন(নির্বাহী কমিটি) সদস্য এডভিন বরুণ ব্যানার্জি পবিত্র কোরান নিয়ে আপত্তিকর ভাষণ দেন। মুখ্য আলোচক হিসেবে তিনি বিশ্বনবীর জীবনের পারিবারিক ও সাংসারিক প্রসঙ্গ টেনে প্রমাণ করার চেষ্টা করেন নবীজী ছিলেন ধর্ষণকারী এবং যৌন বিকারগ্রস্ত। সেই সেমিনারে উপস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জনৈক শিক্ষকসহ অধিকাংশ খ্রিষ্টান যুবক-যুবতী বিষয়টি বিতর্কিত বলে প্রত্যাখ্যান করেন এবং প্রতিবাদ জানান। এবং ধর্মীয় উস্কানিদাতা হিসেবে এডভিন বরুণ ব্যানার্জিকে বর্জনের আহ্বান জানান।
উল্লেখ্য, এডভিন বরুণ ব্যানার্জি নিজেকে কোরান বিশেষজ্ঞ দাবি করে খ্রিষ্টান যুব সমাজ নিয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রায়শ কোরান ও নবীজী সম্পর্কে নোংরা কথা বলে থাকেন। তিনি ৮৮ সেনপাড়া পর্বতা, মিরপুর-১০-এ অবস্থিত খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভলপমেন্ট ইন বাংলাদেশ(সিসিডিবি) নামক এনজিও’র পরিচালনা কমিটি’র ক্ষমতাবান একজন সদস্য। তার কথা নির্বাহী কমিটির অন্যেরা মেনে নিতে বাধ্য হয়।
এমনকি এডভিন বরুণ ব্যানার্জি উপস্থাপিত নবীজী নিয়ে অবান্তর ব্যাখ্যার কারণে ইক্যুমেনিক্যাল খ্রিষ্টান ট্রাস্ট(ইসিটি) নামক স্বতন্ত্র একটি সংস্থার সেক্রেটারির সঙ্গে দ্বন্দ্ব বাধে।
২০২২ সালের ১৮ মার্চ অনুষ্ঠিত অন্য একটি সেমিনারে প্রায় ৫০ জন খ্রিষ্টান যুব-যুবতীর সামনে এডভিন বরুণ ব্যানার্জি পবিত্র কোরান নিয়ে লিখিত ভাষণ পাঠ করেন এবং মহানবী সম্পর্কে বিশেষত তার যৌন জীবন নিয়ে কথা বলেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসিটি সেক্রেটারি তার বক্তব্য প্রত্যাখ্যান করেন। এমনকি ইসিটি সেক্রেটারি খ্রিষ্টান সমাজের নেতাদের কাছে এডভিন বরুণ ব্যানার্জি সম্পর্কে মৌখিক অভিযোগ দায়ের করেন। ফলে ‘ইসিটি’ নামক প্রতিষ্ঠানটি নিয়ে শুরু হয় ভয়ঙ্কর সংঘাত। এডভিন বরুণ ব্যানার্জির দাপটের কারণে থানায় জিডি করা হয়। কিন্তু ‘সিসিডিবি’র আশ্রয়-প্রশ্রয়ে এডভিন বরুণ ব্যানার্জি ভয়-ভীতি দেখান ও ক্ষমতা প্রদর্শন করেন। এ বিষয়ে তাকে ফোন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে ভিন্নতর প্রসঙ্গে কথা বলা শুরু করেন ।
অথচ কোরান অবমাননার অভিযোগ থাকা সত্ত্বেও তাকে খ্রিষ্টান এনজিও ‘সিসিডিবি’ পরিচালনা কমিটিতে পুনরায় (২০২৪ সালের মে মাসের এজিএম-এ) সদস্য করা হয় । নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকারকে ফোন করা হলে তিনি বিষয়টি সিসিডিবি চেয়ারম্যান ডেভিড অনীল হালদারের কাঁধে চাপিয়ে দেন ।
সেমিনারগুলোতে উপস্থিত ছিলেন এরকম খ্রিষ্টান যুবসমাজের কয়েকজনের কাছে জানতে চাওয়া হলে, তারা বলেন, কোরান অবমাননাকারী এডভিন বরুণ ব্যানার্জি এবং সিসিডিবি নামক এনজিও যে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে তা বাংলাদেশে চলতে পারে না। বাংলাদেশকে সম্প্রীতির অন্যতম দৃষ্টান্ত হিসেবে দেখতে চান সকলে। সেখানে এডভিন বরুণ ব্যানার্জি’র মতো কোরান অবমাননাকারীর কোনো ঠাঁই নেই। ‘সিসিডিবি’এবং এডভিন বরুণ ব্যানার্জি’কে অবিলম্বে আইনের হাতে সমর্পণ করুন। সূত্র- পেজফোর এবং খ্রিষ্টাননিউজ২৪ডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর