।। রোকশানা রহমান লাকী।।
কবিতা এখনো
কাব্য করতে দেয় তোমায়,
এখনো হারাতে পারো
আজন্ম লালিত স্বপ্নে।
সবাই পারেনা হারাতে,
মনে হয় সে
পূর্বজন্মের স্বপ্ন ধূসর।
রঙের আবেশ পেছনে ফেলে
অবিরাম পথ চলা।
উজাড় করে দিয়ে আসা
খানিক ভালোবাসা-
তুলে রেখো সযত্নে।
ব্যর্থতা, সেও অপূর্ব উপহার।
ভবিষ্যত বাণী-
সে আমি লিখতেই পারি,
যেমন লিখেছি –
“সূচনার আগেই উপসংহার।”
কোনো কিছুই হারিয়ে যায় না।
আমাকেও দিয়োনা হারাতে।
উষ্ণতার নিরুপম প্রকাশ
এমন কোথায় মিলবে বলো?
পারোতো মিলিয়েই নিয়ো।
(১৮-০৯-১৮)