এমন দুষ্ট বৃষ্টিতে,
বালিকা ভিজো না আর হেসে হেসে জনসম্মুখে।
বৃষ্টির তালে তালে,তোমার ছুটোছুটিতে,
চারিপাশে কী যে আলোড়ন প্রবল বেগে!
বৃষ্টির শীতল ফোঁটা যখন তোমার অঙ্গে মাখা—
কী যে উষ্ণতা!
চারিপাশে বইছে মাতাল হাওয়া…
বিশ্বাস করো বালিকা,
যে যুবক কখনো ভুলেও করেনি মদ্যপান
সে যুবকটিও হলো আজ মাতাল, দু’নয়নে করি সুধা পান।
প্রকৃতি হাসে, হেসে তোমায় ভিজিয়ে দেয়
আলতো ছোঁয়ায়।
তুমিও হাসো, হেসে-হেসে জল মাখো তোমার চঞ্চল ঠোঁটে আর তনুটায়।
তারপর—
সব মিলেমিশে যেন একটা পরি ইশারায় ডাক দেয়
তারপর—
পরির রাজত্বে হারিয়ে যেতে সকলেরই মনে চায়।
চলো পরি ভিজি একসাথে তোমার আঙিনায়…
কবি: শিক্ষক ও লেখক।
সাবেক শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,ঢাকা।