৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ভোর ৫:০৪
নোটিশ :
Wellcome to our website...

বুটেক্সে ভর্তি পরীক্ষায় আসন প্রতি ১৪ জন ভর্তিচ্ছু

রিপোর্টার
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৫:০৪ পূর্বাহ্ন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০১৯-২০ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার (১৫ নভেম্বর) । সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। এতে অংশ নেবেন ৮ হাজার ২০৩ জন ভর্তিচ্ছু। পূর্বে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হলেও গতবছর থেকে লিখিত আকারে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে আসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চারটি কেন্দ্রে। কেন্দ্রগুলো হলো- বুটেক্স, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা সিটি কলেজ এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। এর মধ্যে বুটেক্সের নিজস্ব ক্যাম্পাসে পরীক্ষায় অংশ নেবেন ১ হাজার ৫০৩ জন পরীক্ষার্থী (রোল নম্বর ১৬৭০১ থেকে ১৮২০৩ পর্যন্ত)। ধানমন্ডির ঢাকা সিটি কলেজে ২ হাজার ৪০০ জন (রোল নম্বর ১৪৩০১ থেকে ১৬৭০০ পর্যন্ত), বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ২ হাজার ২০০ জন (রোল নম্বর ১২১০১ থেকে ১৪৩০০) এবং বুটেক্সের পাশে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ২ হাজার ১০০ জন (রোল নম্বর ১০০০১ থেকে ১২১০০ পর্যন্ত) পরীক্ষায় অংশ নেবেন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর