সম্পূর্ণ বিনা খরচে দেড় মাসের ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৭ জানুয়ারি।
‘ইউনিভার্সিটি অব টোকিও সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম’ এর আওতায় মোট ২৫ জন শিক্ষার্থীকে এ ইন্টার্নশিপের সুযোগ প্রদান করা হবে। এছাড়া শিক্ষার্থীদের ১ লক্ষ ৩০ হাজার ইয়েন প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ টাকা।
স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। ৩০ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত প্রথম ভাগের ইন্টার্নশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। ২য় ভাগের ইন্টার্নশিপ অনুষ্ঠিত হবে ২০ জুন থেকে ৫ আগস্ট।
পদার্থ বিজ্ঞান, প্রকৌশল, ইন্টিগ্রেটেড বায়োসায়েন্স, কম্পিউটেশনাল বায়োলজি এবং মেডিকেল সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, সমুদ্র প্রযুক্তি, হিউম্যান এবং ইঞ্জিনিয়ারড এনভায়রনমেন্ট স্টাডিজ, ইন্টারন্যাশনাল স্টাডিজসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা গবেষণা করার সুযোগ পাবেন।
সুযোগ-সুবিধাসমূহ:
* নির্বাচিত শিক্ষার্থীদের ১ লক্ষ ৩০ হাজার ইয়েন প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ টাকা।
* আবাসন ব্যাবস্থা।
* ভ্রমণ ভাতা।
* খাবার ভাতা।
যোগ্যতার মানদণ্ড:
* স্নাতকের শিক্ষার্থী হতে হবে।
* ক্লাস ও পরীক্ষাগারে কাজ করার মানসিকতা থাকতে হবে।
* ইউটিএসআইপি দ্বারা আয়োজিত বিশেষ ইভেন্টসহ সমস্ত ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
* তবে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ভাষা দক্ষতার সনদ প্রয়োজন নেই।
প্রয়োজনীয় নথি:
* মোটিভেশন লেটার।
* জীবন বৃত্তান্ত (সিভি)।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* দুটি সুপারিশ চিঠি।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।