বরকত উল্লাহ
তুমি রয়েছো বাংলার মাঝে
বাংলার প্রতি প্রান্তরে,
তুমি রয়েছো সকল আশায়-
গণ-মানুষের অন্তরে।
তুমি রয়েছো চেতনা প্রেরণায়-
বাংলার তৃণমূলে,
তুমি রয়েছো প্রতি ক্ষণে
অনুকুল-প্রতিকুলে।
তুমি রয়েছো হৃদয় গভীরে
সকাল, বিকাল, সাঁঝে
অপ্রতিরোধ্যের অতুল প্রেরণা
খুঁজে পাই তোমার মাঝে।
শিশির, বৃষ্টি,চাঁদ, তারা কিংবা ভোরের রবি,
সবখানেই দেখি পিতা তোমার প্রতিচ্ছবি।
তুমি স্বপ্ন, তুমি ভরসা তুমিই সকল আশা,
তুমি গল্প, তুমি কাব্য তুমিই শেষ ভালোবাসা।
(বরকত উল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ ১৪তম আবর্তন)