১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, দুপুর ১:২৭
নোটিশ :
Wellcome to our website...

ফাঁসিতলা ক্লাব ও পাঠাগারের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

রিপোর্টার
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৭ অপরাহ্ন

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ফাঁসিতলা ক্লাব ও পাঠাগারের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৩ জুলাই) বাদ মাগরিব ক্লাব কক্ষে অনুষ্ঠিত হয়।

ক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ শহিদুল ইসলাম নাননুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.আহসান হাবিবের সঞ্চালনায় বিভিন্ন দপ্তরের সম্পাদক ও সদস্যবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তব্যে ক্লাবের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং ক্লাবের কার্যক্রমকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।গত ঈদুল ফিতরের এক সাধারণ সভায় ৪ সদস্যের আংশিক কমিটির ঘোষণা করেন অত্র ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্যবৃন্দ।

প্রতিবছরের ন্যায় এবারও ফাঁসিতলা ক্লাব ও পাঠাগার ৩০ জুন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে এবং ঐ অনুষ্ঠানেই ক্লাবের (২০২৩-২০২৫) মেয়াদের নতুন পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও জ্যেষ্ঠ নেতৃবৃন্দ । মোঃ শহিদুল ইসলাম নাননুকে সভাপতি, মো.আহসান হাবিবকে সাধারণ সম্পাদক,মোঃ সাগর খাঁনকে সহ-সাধারণ সম্পাদক,মোঃ আজমল হোসেন ও মোঃ ময়নুল ইসলাম বাদলকে সহ-সভাপতি,মোঃ আবু তাহের সিজুকে সাংগঠনিক সম্পাদক, মোস্তফা কামাল সোহাগকে অর্থ বিষয়ক সম্পাদক, মোঃ ফয়জুল হাসানকে পাঠাগার সম্পাদক, রাকিবুল হাসান রাকিবকে সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মোঃ শাহিকুল ইসলাম সাগরকে প্রচার সম্পাদক, আঃ রাজ্জাককে দপ্তর সম্পাদক, এস,এম গোলাম নবী জুয়েলকে ক্রীড়া সম্পাদক, মোঃ রুহুল আমিন সোহেলকে ধর্ম বিষয়ক সম্পাদক,মোঃ মিথুন তালুকদারকে সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, আবু সালেহ মোঃ বেলাল, শুভ্র সরকার সাধন এবং মোঃ ফাহাদ সরকারকে নির্বাহী সদস্য করে ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর