৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, দুপুর ১:০৯
শিরোনাম :
শিরোনাম :
ইসিটি’র উদ্যোগে মিরপুরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প ১৬ আগস্ট সলিমুল্লাহ খানের সাহিত্য বিচারে নজরুল ও বেনিয়ামিন ।। ড. মিল্টন বিশ্বাসের জীবন ও কর্মকথার রূপরেখা ।। সলিমুল্লাহ খানের ‘‘ঠাকুরের মাৎস্যন্যায়: ভাষা-শিক্ষায় সাম্প্রদায়িকতা’’ ।। জগন্নাথে ফেঁসে যাচ্ছে ‘সিসিডিবি’ এনজিও ।। ।।নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার দ্বিতীয় দিন।। নিউইয়র্কে ৩৪তম আন্তর্জাতিক বাংলা বইমেলার বর্ণাঢ্য উদ্বোধন ।। নিউইয়র্ক মুক্তধারা বইমেলা : বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা ।। ড. নূরুন নবীর পদত্যাগ এবং মুক্তধারা ফাউন্ডেশনের নীতিগত অবস্থান বিশ্বসভায় বাংলাদেশ ও বাঙালির জয়গান ইসিটি : ধর্মীয় ঐক্য, সামাজিক উন্নয়ন ও গবেষণার এক অনন্য যাত্রা
নোটিশ :
Wellcome to our website...

নোকিয়ার মেড ইন বাংলাদেশ স্মার্ট ফোন এর যাত্রা শুরু

রিপোর্টার
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:০৯ অপরাহ্ন

।।অনিক।।
বিশ্ববিখ্যাত ব্যান্ড নোকিয়া (এইচ এম ডি গ্লোবাল), লাভ ইট, ট্রাস্ট ইট, কিপইট এই শ্লোগানকে ধারণ করে মেড ইন বাংলাদেশ ট্যাগ এ বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন এনড্রয়েড নোকিয়া ৩.৪ (৪/৬৪) পান্স-হোল ডিসপ্লে ফোন।
৬ সেপ্টেম্বর(২০২১) একযোগে বন্দরনগরী চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, সিলেট বিভাগে বিশ্ব বিখ্যাত ব্যান্ড নোকিয়া (এইচ এম ডি গ্লোবাল), এর ৩.৪ (৪/৬৪) এনড্রয়েড মেড ইন বাংলাদেশ ফোনটির লাঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রাম এর নোকিয়ার লোকাল ডিষ্ট্রিবিউটর জনি টেলিকম, এম/এস. বাবলু ইলেক্ট্রনিক্স, এ বি ট্রেডিং, একে টেলিকম এর যৌথ আয়োজনে আনন্দ র‌্যালি ও দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১.০০ আনন্দ র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে আগ্রাবাদ সিংগাপুর ব্যাংকক মার্কেটস্থ জনি টেলিকমে মিলিত হয়। পরে এখানে কেট কাটা, মিষ্টি বিতরণ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংগাপুর ব্যাংকক মার্কেটের ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপিত জনাব মোঃ আলী নেওয়াজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জনাব সালাউদ্দিন আরিফ, প্রচার সম্পাদক জনাব মোঃ ইউছুফ আলী ও নোকিয়ার প্রতিনিধি জোনাল ম্যানেজার বাবলু বড়–য়া (ডেভিট), এরিয়া সেলস ম্যানেজার ইয়াছিন আরাফাত, টেরিটোরী সেলস্ ম্যানেজার মোঃ নুরুল ইসলাম মোল্লা (অনিক), টেরিটোরী সেলস্ ম্যানেজার এফতার আহম্মদ চৌধুরী সহ চট্টগ্রামের সকল নোকিয়ার রিটেইলার ও কাস্টমারগন উপস্থিত ছিলেন। পরে র‌্যাফেল ড্রতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন বিশ্বখ্যাত নোকিয়া মোবাইলের ফ্যাক্টরী বাংলাদেশে হওয়াতে যেমন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তেমনি দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা রাখবে। এছাড়াও দেশে ফ্যাক্টরী হওয়ার ফলে আমাদের দেশের জনগণ কাঙ্ক্ষিত মূল্যের মাধ্যমে নিজের পছন্দের নোকিয়া মোবাইল সেট ব্যবহার করতে পারবে, বক্তারা নোকিয়ার উত্তর উত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।


এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর