২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, সকাল ৬:৫৩
নোটিশ :
Wellcome to our website...

জবির প্রাচীর, কর্মচারীদের ঘর ভেঙ্গে ফেলল সিটি কর্পোরেশন

বিশেষ প্রতিনিধি
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন

ড্রেন নির্মাণের কাজ করতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সীমানা প্রাচীর ও কর্মচারীদের ঘর ভেঙ্গে ফেলেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঠিকাদারি প্রতিষ্ঠান। আজ সোমবার (৬ জুন) বিকাল চারটার দিকে শাঁখারিবাজার রাস্তার পাশে ড্রেনের মাটি খুঁড়তে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙ্গে পড়ে।

কর্মচারীরা জানান, বিকালের দিকে দেয়াল ও ঘর ভেঙ্গে পড়ে। যখন ভেঙ্গে পড়ে তখন কেউ ঘরে ছিল না। আল্লাহর রহমতে বেঁচে গেছি। তবে ড্রেনের পানিতে আমাদের অনেক জিনিসপত্র পড়ে নষ্ট হয়ে গেছে। ভোঙ্গে গেছে অনেক কিছু। এছাড়া আজ রাতে জিনিস সামলানো কঠিন হয়ে যাবে। কোথায় থাকব এটাও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অতি দ্রুত কিছু না করলে সমস্যায় পড়ব আমরা। এদিকে সরেজমিনে ৫-৬ জনের প্রচীর ঘেষা ঘর ভেঙ্গে যেতে দেখা গেছে। জিনিসপত্র ভেঙ্গে যেতেও দেখা গেছে। এছাড়া বাকি দেয়ালগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে থাকতে দেখা গেছে।

এ বিষয়ে সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী মো. প্যারিশ বলেন, বিষয়টি আমরা দেখেছি। ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনকে আসতে বলা হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এবিষয়ে কাজটির ঠিকাদার মো. সোহেল বলেন, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। দুই এক দিনের মধ্যে আমরা নতুন করে দেয়াল করে দিব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, সিটি কর্পোরেশন কাজ করতে গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাচীরসহ কর্মচারীদের ঘর ভেঙ্গে ফেলেছে। আমরা সিটি কর্পোরেশনকে জানিয়েছি। তারা নিরাপত্তা হিসেবে আপাতত আজ টিনের বেড়া লাগিয়ে দিবে। ধ্বসে যাওয়ার সময় সবাই ঘরের বাইরে ছিল বলে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। সিটি কর্পোরেশন টিনের বেড়া দিবে আজ। প্রাচীর নির্মাণের বিষয়েও কথা বলব আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর