২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, রাত ৯:৪৩
নোটিশ :
Wellcome to our website...

চাই তাঁর দীর্ঘ আয়ু

রিপোর্টার
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন

আসাদ মান্নান।।

আলোর নদীর স্রোতে, অই দ্যাখো, ভেসে যাচ্ছে সেই

আততায়ী অমাবস্যা; একদিন যে-নগর পিতাকে বাঁচাতে

ব্যর্থ হয়, সে-নগর দ্যাখো আজ কলঙ্কের দাগ বুকে নিয়ে

নতুন দিনের স্বপ্নে আগুনের জামা গায়ে উঠে দাঁড়িয়েছে;

বেঁচেও মৃতের মতো ভয়ে ভয়ে যারা তেত্রিশ বছর ধরে

‘স্বাধীনতা’ এই প্রিয় শব্দটিকে লুকিয়ে রেখেছে, অই দ্যাখো

দ্বিধা ভয় জয় করে তারা আজ দাঁড়িয়েছে মুক্তিমোহনায়;

সূর্যকে আঁচলে নিয়ে কুয়াশার জাল ছিঁড়ে পিতার মতন

এ মাটিকে ভালোবেসে যিনি তাঁর দ্বিতীয় জন্মে ঐ

অনিবার্য মৃত্যুর দুয়ার থেকে বার বার ফিরে এসে

পিতার কবর ছুঁয়ে দাঁড়ালেন রবীন্দ্রনাথের গানে,

দরিদ্রজনের ঘরে-ঘরে, জরাজীর্ণ অভাবী অঙ্গনে,

শোকগ্রস্ত কঙ্কাল জীবনে অবিরাম যোগান দিচ্ছেন

প্রেম শক্তি মেদ মাংস রক্ত আর সাহসের মাটি-

অন্ধকারে তাঁর প্রাণে যে জ্বালায় অফুরন্ত আলো?

… হে উড়ন্ত স্বপ্নপাখি!

তুমি আজ নিচে নেমে অই মৃত নদীকে জাগাও;

অভিশপ্ত নগরীর কলঙ্কের দাগ মুছতে মুছতে

শিশুপার্ক ছেড়ে শিশুরা এসেছে আজ বহুদিন পরে

ইট-পাথরের নিচে চাপা আমাদের গৌরবের মাঠে :

নতুন শপথে তারা উজ্জীবিত হয়-পতাকার রঙে রঙে

পিতাকে উদ্ধার করে তুলে রাখে হৃদয়ের শহিদ মিনারে।

মৃত্যুকে উপেক্ষা করে মহান পিতার স্বপ্নবুকে

নিরন্তর যিনি আজ এ জাতির মুক্তির দিশারী

ঘূর্ণিঝড়ে হালভাঙা নৌকাখানি শক্ত হাতে বৈঠা ধরে টেনে

অসীম মমতা দিয়ে পৌঁছুচ্ছেন আমাদের স্বপ্নের মঞ্জিলে,

হে রাব্বুল আলামিন! আমি এক সামান্য নফর

তোমার নাদান কবিতার একান্ত খাদেম-

আমার আয়ুর কিছু তাঁকে দিয়ে চাই তাঁর দীর্ঘ আয়ু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর