সংকর অনার্য
ঈশ্বর বানায়নি,
আমি বাজি ধরে বলতে পারি
ঈশ্বর বানায়নি,
এমন রক্তাক্ত পৃথিবী!
মুহূর্তে মুহূর্তে রক্ত ঝরছে চুইয়ে চুইয়ে
ফিনকি দিয়ে ফোঁটায় ফোঁটায়
চ্ছটায় চ্ছটায়
এতটুকু বিরাম নেই, বিরতি নেই।
মানুষ গরু খায় গরু খায় ঘাস,
মানুষেরে ভাইরাস!
বাঘ খায় হরিণেরে, সবল দুর্বলরে,
বড় ছোটরে জীবন্ত চিবিয়ে খায়।
এমন রক্তাক্ত পৃথিবী
ঈশ্বর বানায়নি।
তিলে তিলে, স্তূপে স্তূপে
ভালবাসা দিয়ে বুক ভরা আশা নিয়ে বসেছে যে;
মাঝ হতে তারে নিল তুলে।
কাঁদে স্ত্রী, পুত্র, কন্যা দে ফিরিয়ে দে।
কে শুনে, কে শুনে! কার কথা।
প্রিয় হারা আর্তনাদে ভারী হয় আকাশ,
তবুও স্রোতের মত বয়ে যায় লাশ।
মায়াহীন, দয়াহীন এ নিষ্ঠুর পৃথিবী,
ঈশ্বর বানায়নি।
কেউ খায় দুধ-কলা
কেউ মরে ভুখে,
কারো খেটে বেলা যায়
কেউ তাল ঠুকে।
নিয়ম শৃঙ্খলহীন এ পৃথিবী,
ঈশ্বর বানায়নি।