ভেতরে বোনের বুকফাটা চিৎকার,
বাহিরে ভাই,বোন, বাবা,মা, স্বজনদের হৃদয়ে হাহাকার।
আতঙ্কে,কারো কারো হাত,পা অবশ হয়ে আসছে,
কারো কারো মাথা ঘোরাচ্ছে।
ভেতরে যে একটা মা
জন্ম দিবে আরেকটা মা।
ঐ তো নবজাতকের আগমনের চিৎকারে মুখরিত চারিপাশ,
সকলের তরফ থেকে শুভেচ্ছা হে মানবশিশু, একরাশ।
তবে হায়!
একদিন সবাই ভুলে যাবে–
মায়ের সেই প্রসববেদনার চিৎকার।
হানাহানি,হিংসায় ভুলে যাবে–
নবজাতকের হাসিমুখে বাঁচার অধিকার।
আমরাই জন্ম দেই মানুষ,
আমরাই একটুকু সস্তা স্বার্থে, হয়ে যাই কত অমানুষ।
হায়!কবে হবে হুশ?
শিক্ষক ও কবি,
সাবেক শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।